সভাপতির বাণী

অধ্যক্ষের পরিচিতি

বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব মো. মোস্তফা কামাল।

তিনি ২০০- সাল থেকে বর্তমান অবধি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়ীত্ব পালন করছেন।

সম্মানিত অভিভাবক ও স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ,

বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজে রাজশাহীর সীমান্তবর্তী ইউনিয়ন বাঙ ভালোবাসায় সিক্ত, শিক্ষাবান্ধব পরিবেশে প্রায় হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীর কলরবে মুখরিত, বাঙ্গাবাড়ী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। যথোপযুক্ত শিক্ষা প্রদানকে প্রতিষ্ঠানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে দক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা ক্লাস পরিচালনা করা হয়।

কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদ-এর চতুর্মুখী প্রচেষ্টার উপর। আমাদের এ প্রচেষ্টা নিরন্তন ও সার্বক্ষণিক।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রতি বছর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উত্তরোত্তর সাফল্য অর্জন করে আসছে। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বোর্ড পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পাসের হার সন্তোষজনক। প্রতি বছর উলেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না রেখে চৌকশ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। বিভিন্ন জাতীয় দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

বাঙ্গাবাড়ী ইউনুস স্মরনী স্কুল ও কলেজ দেশের উত্তর জনপদে শিক্ষাবিস্তারের বিশেষ অবদান রাখতে অঙ্গিকারবদ্ধ। আমরা শিক্ষা বিস্তার অবিস্মরণীয় অবদান রাখতে চাই। আমরা সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী।

মো. মোস্তফা কামাল — অধ্যক্ষ

শিক্ষার্থীদের সাথে অধ্যক্ষ

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উদযাপন

শিক্ষার্থীদের নতুন বই বিতরন